বরিশালের আগৈলঝাড়ায় ইজিবাইকের ধাক্কায় দুজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার নাঠৈ গ্রামের মৃত সৈয়দ নুরুল হকের ছেলে সৈয়দ মজনু (৭৫) ও কাঠিরা গ্রামের চন্দ অধিকারীর স্ত্রী পুতুল অধিকারী (৪৫)।
জানা গেছে, আজ সকালে উপজেলার আগৈলঝাড়া-গৌরনদী সড়কের দাশেরহাটসংলগ্ন রাস্তা পর হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় আহত হন তাঁরা। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সমীরণ হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।