বরিশালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সভায় ধারণাপত্র পাঠ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রহিমা নাসরিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বরিশাল জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. রিয়াদুল ইসলাম।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো. ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ হবে প্রযুক্তি নির্ভর ও জ্ঞান ভিত্তিক সমাজ। সকল নাগরিকের প্রযুক্তির সাথে যুক্ত হতে হবে। সকল কাজ ঘরে বসে করার সক্ষমতা তৈরি করতে হবে। তিনি বলেন, আমরা এখন ডিজিটাল বাংলাদেশের নাগরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম ১২ ডিসেম্বর ২০২২ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত হতে হলে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। স্মার্ট ফোন ও ইন্টারনেটের সঠিক ব্যবহার করতে হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com