বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন মানবীর আয়োজনে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে শীতবস্ত্র

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল নগরীতে ১৮ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৪ টায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবীর আয়োজনে ও জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় ইউরো কনভেনশন সেন্টারে ৬০ জন সুবিধাবঞ্চিত নারীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতারণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বরিশাল জেলা প্রশাসকের সহধর্মিনী নাজনীন আক্তার ।

এসময় উপস্থিত ছিলেন দেবযানী কর সহধর্মিণী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, রয়া ত্রিপুরা সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, উপদেষ্টা মানবী স্বেচ্ছাসেবী সংগঠন মোঃ শাহাজাদা হিরা, সভাপতি মানবী আফসানা মীম, মনবীর সাধারণ সম্পাদকসহ সদস্য উপস্থিত ছিলেন।

 

শুরুতে অতিথিরা সুবিধাবঞ্চিত নারীদের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথি নাজনীন আক্তার সম্মানিত সহধর্মিণী জেলা প্রশাসক বরিশালসহ অন্যান্য অতিথিরা শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।