প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০১৯, ৩:২১ অপরাহ্ণ
বরিশালে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৮-২০১৯ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ।
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৮-২০১৯ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়। আজ ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায়। জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায়, উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে। সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৮-২০১৯ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল, রাশিদা বেগম, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠি মোঃ আলতাফ হোসেন, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আজিজুর রহমান, সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। বরিশাল বিভাগীয় পর্যায় ১২ জন সেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ৪ লাখ ৮০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয় পাশাপাশি বরিশাল জেলা পর্যায়ে ১০৮ স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ২০ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল। চেক বিতরণের পূর্বে অতিথিরা স্বেচ্ছাসেবী মহিলা সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com