বরিশালে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানোর পাশাপাশি বাজার মনিটরিং অব্যাহত।

লেখক:
প্রকাশ: ৪ years ago

বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। দেশের উৎপাদন ব্যবস্থা ঠিক রাখতে ইতোমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কারখানাসমূহ খোলা রাখারা অনুমোদন দেওয়া হয়েছে। এমতাবস্থায়, বরিশালের প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে কিনা তা যাচাইকল্পে বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় নিয়মিতভাবেই বিভিন্ন দোকান, শপিং মূল এবং কারখানা পরিদর্শন করছে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

তারই ধারাবাহিকতায় আজ ১৩ মে বুধবার বিকালে বরিশাল নগরীর বাংলাবাজার, চকবাজার ,বটতলা ও পুলিশ লাইন এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্যের বাজার দর মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা। এসময় সামাজিক দূরত্ব নিশ্চিতে টহল অভিযান পরিচালনা করা হয় এবং সচেতনামূলক মাইকিং করা হয়। এ সময় একাটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানী অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সাস্থ্যবিধি মেনে চলার এ সচেতনতামূলক কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।