বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৪ years ago

করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল নগরীতে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টা থেকে নগরের পোর্ট রোড ও নতুন বাজারসহ কয়েকটি স্থানে অভিযান পরিচালিত হয়।

এ সময় করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতামূলক কার্যক্রম, মাস্ক বিতরণ এমনকি অনেকের মুখে মাস্ক পরিয়েও দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, সরকার নির্দেশিত সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে যাদের অনীহা এমন লোকদের জরিমানা করা হচ্ছে।

এমন অভিযানের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে সচেতনতা তৈরি হবে বলে জানান রাহাতুল ইসলাম। তার এ অভিযানে ৬ ব্যক্তিকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অং মা চিং মারমা।

অপরদিকে মাস্ক ব্যবহার না করায় জরিমানা দেওয়া ব্যক্তিরা বলেন, তারা ভুল করে মাস্ক পরেননি। এরপর থেকে নিয়মিত মাস্ক ব্যবহার করবেন।