বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

:
: ৩ years ago

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন এর নেতৃত্বে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম, মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

আজ ২১ মার্চ রবিবার বরিশাল নগরীর চৌমাথা এলাকায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসন, বরিশালের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ০১টি ফার্মেসি ও ০১টি মুদি দোকানকে ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা অর্থদন্ড দেয়া হয়।

 

অপরদিকে বরিশালের শের- ই- বাংলা মেডিকেল কলেজ এলাকায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসন, বরিশালের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

 

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি ডায়াগনস্টিক সেন্টার ও ৪ জন ব্যক্তিকে ১৬০০ টাকা অর্থদন্ড দেয়া হয়।

 

অভিযান শেষে অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন।