বরিশালে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পড়ার অপরাধে ২ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৪ years ago

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকার কর্তৃক গণপরিবহন ও লঞ্চ চলাচলের অনুমোদন প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বাস লঞ্চগুলো যাত্রী তুলছে কিনা এবং সরকার নির্ধারিত ভাড়া আদায় করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
এস, এম, অজিয়র রহমান-এর নির্দেশনায় বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আজ ১২ জুন শুক্রবার সকাল থেকে ১ টি মোবাইল কোর্ট টিম মাঠে কাজ করছে। বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান, এসময় বরিশালের বাংলাবাজার, পুলিশ লাইন, আমতলার মোড় এলাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে।
এসময় ১জন দোকানদার ও ১জন পথচারীকে মাস্ক না পড়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষায় আইনানুগ দায়িত্ব পালন করেন মেট্রোপলিটন পুলিশ এর একটি টিম। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান যে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।