রাজধানীর পর এবার বরিশালে বৃষ্টি এনে দিল শান্তির পরশ। টানা গরমে জনজীবন যখন অতিষ্ঠ তখন এ বৃষ্টি অনেকটাই স্বস্তি এনে দিয়েছে মানুষের মধ্যে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার আগ থেকেই বরিশালের আকাশে মেঘ জমতে থাকে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যেই মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়।
২০-২৫ মিনিট ধরে চলা এ বৃষ্টির মধ্যে আকাশে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মেঘ ডেকে বজ্রপাতও হতে থাকে। তবে সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি কমে যাওয়া পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নগরের পুলিশ লাইন রোডের বাসিন্দা হৃদয় বলেন, টানা কয়েক সপ্তাহ গরমের পর এবারই এত সময় বৃষ্টি হলো। ঈদের দিন শহরের কয়েক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে, তখন থেকে আশায় আছি বৃষ্টি হবে এবং গরম কমবে। তবে আজকের বৃষ্টিতে কতটা গরম কমবে জানি না। তবে এটা কিছুটা স্বস্তি এনেছে মানুষের মধ্যে।
স্বস্তির বৃষ্টি শুরু হতে না হতেই বিদ্যুৎ চলে যাওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে বলে জানিয়ে বাংলাবাজার এলাকার ব্যবসায়ী খোকন বলেন, বৃষ্টি শুরু হওয়ার পরপরই আমাদের এ এলাকায় বিদ্যুৎ চলে গেছে।
এতে গোটা এলাকা অন্ধকার হয়ে যায়। আর বৃষ্টি কমে যাওয়ার পর বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্যরকম গরম অনুভব করতে থাকি।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস বলেন, এখন কাল বৈশাখী ঝড়ের মৌসুম। এ সময়টাতে তাপমাত্রা হালকা কমবে আবার বাড়বে। দিনের বিভিন্ন সময়ও বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলে তাপমাত্রা কমবে এমনটা নয়।
আজ বরিশালে সর্বোচ্চ ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস তামপাত্রা ছিল বলে জানান তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com