বরিশালে স্বস্তির বৃষ্টি, কমেছে তাপমাত্রা

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

অবশেষে দক্ষিণাঞ্চলে বৃষ্টির দেখা মিলেছে। গত মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় রিমাল অতিক্রমের পর দক্ষিণাঞ্চল ছিল প্রায় বৃষ্টিহীন। দীর্ঘদিন বৃষ্টিহীন থাকায় তীব্র গরমে দুর্বিষহ হয়ে উঠেছিল জনজীবন।

ঘূর্ণিঝড় রিমেলের পর অবশেষে বরিশালে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে বরিশালের আবহাওয়া অফিস।

বুধবার (১৯ জুন) বেলা ১২ টায় শুরু হয় মুশলধারে বৃষ্টি। তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা হলেও মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সাথে কমেছে তাপমাত্রাও। বৃষ্টি নামার সাথে সাথে অনেককে ভিজতে দেখা গেছে।

বরিশালের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ীর দুপুর ১২ টা থেকে বরিশালে বৃষ্টি শুরু হয়। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রাও। বরিশালে আজকের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।