বরিশালে স্পিডবোট উল্টে আহত ৫

লেখক:
প্রকাশ: ৪ years ago

বরিশাল-ভোলা ঘাটের বেপরোয়া স্পিডবোট উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৫ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার ৯ এপ্রিল সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের সময় সদর উপজেলার চরমোনাই বিশ্বাসের হাট বাজার সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যার পরে বরিশাল ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি স্পিডবোর্ড চরের সাথে বেজে উল্টে যায়। বাজার সংলগ্ন কাছাকাছি হওয়ায় দ্রুত যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করেন।

 

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান স্পিডবোট মালিক মোঃ ওহিদুল ইসলাম কিন্তু ঘটনাস্থল থেকে দ্রুত ছিটকে পড়েন ড্রাইভার তবে ৮ জন যাত্রীর ভিতর চার-পাঁচজন আহত হলে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

তাৎক্ষণিক অপর একটি স্পিডবোট এসে তাদেরকে ভোলার উদ্দেশ্যে নিয়ে যান ।

 

তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি বলে জানা গেছে। উল্টে যাওয়া স্পিডবোটের এক যাত্রী জানান অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে গেলেও আমাদের লাগেজ ব্যাগ সহ অনেক মালামাল হারিয়ে ফেলেছি।