বরিশালে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

বরিশালে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বরিশাল জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, স্বামী তামিম শেখ ও তার সহযোগী রুবেল দরিয়া। এ মামলায় আরেক আসামী জুলহাস শেখকে খালাস দিয়েছে আদালত।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজুু জানান, গত বছরের জানুয়ারীতে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী রাশিদা বেগমকে ডাক্তার দেখানোর কথা বলে গোপালগঞ্জ থেকে আগৈলঝাড়ায় এনে কুপিয়ে নৃশংশভাবে হত্যা করেন তার স্বামী তামিম শেখ। এ ঘটনায় তামিম শেখ ও তার দুই সহযোগীকে আটক করেন পুলিশ। পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে হত্যার ঘটনা স্বিকার করেন তামিম।

এ হত্যা মামলায় তামিম শেখ ও তার সহযোগী রুবেল দরিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং উভয়কে ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ, এছাড়া মাহিন্দ্রা চালক জুলহাস শেখকে খালাস দেয়া হয়েছে।