বরিশালে স্ত্রীকে অমানুষিক নির্যাতন, হাসপাতালে ভর্তি

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরিশাল নগরীর আমতলা এলাকায় লুৎফা বেগম (৩০) নামের এক অসহায় স্ত্রীর উপর নির্যাতন চালিয়েছে পাষন্ড স্বামী ফিরোজ আকন।

আহত লুৎফা বেগমকে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮জুলাই) রাত ১০ টায় আলেকান্দা কালুখান সড়ক আফছের ফকির মিয়ার বাড়ির ভিতরে বসে এ নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দশমিনা থানার বড় গোফালদী গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে লুৎফা। তবে তিনি কালু খান সড়ক এলাকায় ভাড়া বাসায় থাকত।

আহত লুৎফা অভিযোগ করে বলেন, প্রায় ২১ বছর আগে সামাজিক ভাবে মোনছের আকনের ছেলের সাথে বিবাহ হয় । বিয়ে পরে আমাদের দাম্পত্য জীবনে ১ ছেলে ১ মেয়ে আসে। কিন্তু বিয়ের কয়েক বছর পরে আমাকে না জানিয়ে আরেকটি বিবাহ করে ফিরোজ ।

দ্বিতীয় বিয়ে করে আমাদের খোজঁ খবর নেয়া বন্ধ করে দেয়। আমার বাসায় এসে বিভিন্ন সময় টাকার দাবি করে টাকা না দিলেই আমাকে মারধর করে ।

ঘটনার দিন তুচ্ছ ঘটনা নিয়ে দেশীও অস্ত্র দিয়ে লুৎফা বেগমের উপর হামলা চালায়।পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে শেবাচিমে প্রেরণ করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ।

এ নিয়ে কতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও আহতদের স্বজনেরা সাংবাদিকদের আরো জানান।