বরিশালে স্কুল ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলার আসামী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৪ years ago

বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের বারপাইকা গ্রামের জহির শাহ’র মেয়ে ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী মহিমা আক্তার(১৪)কে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের আক্কেল সরদারের বখাটে ছেলে জিহাদ সরদার। জিহাদকে এই কাজে সহযোগীতা করত তার দুই বন্ধু। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই স্কুল ছাত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরণের অশ্লীল কথাবার্তা বলতো জিহাদ সরদার।

 

এ কারনে অভিমান করে স্কুলছাত্রী চলতি বছরের ৭জুলাই আত্মহত্যা করে। এই আত্মহত্যার প্ররোচনা করার অভিযোগে স্কুল ছাত্রীর মা সাবিনা বেগম বাদী হয়ে থানায় মঙ্গলবার বিকেলে মামলা দায়ের করেন, যার নং-৮(১১-৮-২০২০)। ওই মামলার প্রধান আসামী উপজেলার বারপাইকা গ্রামের আক্কেল সরদারের ছেলে জিহাদ সরদারকে মঙ্গলবার রাতেই এসআই শাহজাহান গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃত আসামীকে বুধবার বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।