বরিশালে স্কুল ছাত্র’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশাল নগরের নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবু সালেহ’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবনন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০ টায় রূপাতলী শেরে-ই-বাংলা সড়ক আকবর চত্বরে মানবন্ধন অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ২৪ নং ওয়ার্ডের ব্যাসায়ী মানিক ভান্ডারী, সোহেল আকন, মাসুদ বিশ্বাস, সাংবাদিক এম.আর.মন্টুসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী ও নিহতর পরিবারের স্বজনরা,এলাকাবাসীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, আবু সালেহ’র হত্যাকারীদের ফাঁসি চাই ফাঁসি চাই। উল্লেখ্য, রোববার রাতে রুপাতলীর শের-ই-বাংলা রোডের একটি বন্ধ চায়ের দোকানের সামনে এসএসসি পরীক্ষার্থী আবু সালেহ’র ওপর হামলা চালায় একই এলাকার কলেজ ছাত্র হৃদয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করে। নিহত আবু সালেহ নগরের রুপাতলী এলাকার শের-ই-বাংলা রোডের মৃধা বাড়ির লিটন মৃধার ছেলে। দায়েরকৃত মামলার অসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় প্রশাসনকে।