সারাদেশের মত বরিশালে অনুষ্ঠিত হয়েছে স্কুল এবং মাদরাসায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত স্কুল কেবিনেট নির্বাচন। আজ ২৫ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে একযোগে শুরু হয় স্কুল কেবিনেট নির্বাচন। সকাল সাড়ে দশটার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল কেবিনেট নির্বাচন পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নির্বাচন কার্যক্রম নিয়ে কথা বলেন এবং তাদের নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন। অপরদিকে দুপুর ১২ টার দিকে বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল কেবিনেট নির্বাচন পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল। এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদের নির্বাচন কার্ষক্রম নিয়ে কথা বলতে।
পাশাপাশি তাদের নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন। উভয় বিদ্যালয় পরিদর্শন কালে জেলা শিক্ষা অফিসার এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। নির্বাচন সকাল ৯ টা থেকে শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। বরিশাল জেলার ৪২০টি স্কুল, ২৬০টি মাদরাসা সহ মোট ৬৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।