বরিশালে স্কুল-কলেজে স্বাস্থ্যবিধি পালনে কঠোর শিক্ষকরা

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরিশালে স্কুল-কলেজ খোলার দ্বিতীয় দিনেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালিত হয়েছে। শিক্ষার্থীরা যথারীতি মাস্ক পরে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। ক্লাসেও বাধ্যতামূলক মাস্ক পরতে হয়েছে শিক্ষার্থী এবং শিক্ষকদের।

অভিভাবকদেরও ঢুকতে দেয়া হয়নি ক্যাম্পাসে। এই ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে চান শিক্ষকরা।

১৭ মাস ২৪ দিন পর স্কুল-কলেজ খুলেছে গত রবিবার। প্রথম দিনের মতো সোমবার দ্বিতীয় দিনেও স্বাস্থ্যবিধি রক্ষায় কড়াকড়ি ছিলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বিশেষ করে শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষায় কর্তৃপক্ষের নজরদারী ছিলো চোখে পড়ার মতো।

বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হলে স্বাস্থ্যবিধি রক্ষার কোন বিকল্প নেই। তারা শতভাগ স্বাস্থ্যবিধি রক্ষা করার চেষ্টা করছেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী সপ্তাহের ৬দিন ৫, ১০ম ও এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেয়া হচ্ছে। অন্যান্য শ্রেণির ক্লাস নেয়া হচ্ছে সপ্তাহে একদিন করে।