বরিশালে স্কুলের আলমারিতে ২শত ব্যালটের মুড়ি

:
: ৩ years ago

বরিশালের গৌরনদীতে স্কুলের আলমারিতে কলম খুঁজতে বেরিয়ে এসেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২০০ ব্যালট পেপারের মুড়িপত্র।

নির্বাচনের প্রায় আড়াই মাস পর রোববার দুপুরে উপজেলার বাঘমারা বড় দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলমারি থেকে মুড়িপত্রগুলো উদ্ধার করা হয়।

মুড়িগুলো চলতি বছরের ২১ জুন অনুষ্ঠিত গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনের।

স্কুলের দপ্তরি মিন্টু বয়াতি জানান, দুপুরে স্কুলের আলমারিতে কলম খুঁজতে গিয়ে ব্যালট পেপারের মুড়িগুলো পাওয়া যায়। পরে স্কুলের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে বিষয়টি অবহিত করা হয়।

ব্যবস্থাপনা কমিটির সভাপতি খায়রুল আহসান খোকন জানান, নির্বাচনের শুরু থেকেই অনিয়মের বিষয়টি কর্তৃপক্ষকে বলেও কোনো ফল পাওয়া যায়নি। এখন ব্যালট পেপারের মুড়ি পাওয়ায় নির্বাচনে অনিয়মে বিষয়টি পরিষ্কার হলো।

একই কথা জানান পরাজিত সংরক্ষিত সদস্য প্রার্থী শিপ্রা রানী। তারা ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।