বরিশালে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় কলেজছাত্র গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশালের গৌরনদীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর হাত ও ওড়না ধরে টানাটানি করে নির্মাণাধীন একটি ভবনের দিকে নেওয়ার চেষ্টা ও স্কুলছাত্রীর ছোট ভাইকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগে মো. অপু হাওলাদার নামে এক বখাটে কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গৌরনদী মডেল থানা পুলিশ শুক্রবার রাতে ওই বখাটে কলেজছাত্রকে গ্রেপ্তার করে।

স্কুলছাত্রীর পিতার অভিযোগ ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল স্কুলছাত্রীটি। পথে বখাটে অপু হাওলাদার তার যৌন কামনা চরিতার্থ করার জন্য স্কুলছাত্রীর হাত ও ওড়না ধরে টানাটানি করে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ভবনের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে।

এ সময় স্কুলছাত্রীটি চিৎকার দিলে বখাটে অপু ওই ছাত্রীকে প্রাণনাশ ও তার ছোট ভাইকে অপহরণের হুমকি দেয়।

এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে শুক্রবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই রাতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে উপজেলার কসবা এলাকা থেকে বখাটে অপু হাওলাদাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. গেলাম ছরোয়ার জানান, গ্রেপ্তারকৃত বখাটে অপু হাওলাদারকে শনিবার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।