বরিশালে সুষ্ঠ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর : সিইসি হাবিবুল আউয়াল

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশালে মেয়র ও কাউন্সিলরপ্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (২৭মে) বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল সিটি নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা দেখেন গাজিপুর সিটি নির্বাচন ইতিমধ্যে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আমরা বরিশাল ও খুলনা সিটি নির্বাচনও আমরা পরিপূর্ণভাবে সুষ্ঠ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর, মোটকথা ভোট হবে উৎসবমূখর।

বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, নির্বাচন কমিশনের (ইসি) নতুন সচিব মো. জাহাঙ্গীর আলম।

এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সহ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।