শত ব্যস্ততা আর টানাপোড়নের মধ্যেও যাদের সাথে কিছু সময় না কাটালে ঠিক পূ্র্ণতা আসেনা তারা আমাদের আসেপাশে থাকা সুবধাবঞ্চিত শিশু। ৭১'র চেতনার মূল শ্লোগান " ৭১'র চেতনা, ভালো কাজের প্রেরণা" কে সামনে রেখে প্রতিবারের মত এবারও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতারের আয়োজন করা হয়।
প্রতি বছর ঘুরে বহু আকাঙ্ক্ষিত একটু সময়, একটু খুশি এদের সাথে না কাটালে মনে অপরাধবোধ আর অতৃপ্তি যেন থেকেই যায়। উক্ত আয়োজনে ৯৫ জন সুবিধাবঞ্চিত শিশুদেরকে সাথে নিয়ে পরম তৃপ্তি আর আনন্দের সাথে কাটানো আজকের ইফতারে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর হানিফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক প্রসেসর অলক সাহা, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইমামুল হাকিম, বি এম কলেজের সাবেক ইংরেজি বিভাগের প্রফেসর মাহবুব, সংস্কৃতিজন মুকুল দাস, ঝালকাঠি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিমল চক্রবর্তী, কবি হেনরী স্বপন, বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী ও মানবাধিকার কমিশন বরিশাল বিভাগের নির্বাহী সভাপতি বাহাউদ্দিন গোলাপ, ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী সূর্যানী সমাদ্দার, অমৃত লাল দে কলেজের অধ্যাপক টুনুরানী কর্মকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তী, জমজম ইনস্টিউটের নির্বাহী পরিচালক সাজ্জাদুল হক সাজু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মোঃ সোলায়মান, প্রভাষক তপন কুমার বৈরাগী, সংগঠক মেহেদি শুভ, মোঃ মারুফ হোসেন, ৭১'র চেতনার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হোসেন, বিএম কলেজের যুগ্ম-আহবায়ক মোঃ আমির হোসেন, মোঃ নজরুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কার্যকরী সদস্য মেহেদি, সিহাব, জমজম ইনস্টটিউটের সাধারণ সম্পাদক রিদয় ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক তুহিন, অর্থসম্পাদক শাওন, আফজাল, বায়েজিদসহ অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন বরিশালের অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা।।
৭১' র চেতনার কেন্দ্রিয় কমিটি ও বরিশালের অন্যান্য শাখার সদস্যদের সাথে আয়োজিত ইফতার আয়োজনটি অনুষ্ঠিত হয় বরিশাল ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। সকল সদস্য,আয়োজক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক অংশগ্রহণ ছিল চোখে পরার মত। "সুবিধাবঞ্চিত শিশুদের কাটানো একটি ইফতার আজকের দিনটি ছিল বছরের অন্যতম আনন্দ আর ভালো লাগার দিন" এমন অভিব্যক্ত করেছে উপস্থিত সুধী ও সদস্যগণ। শিশুরাও ছিল প্রাণচঞ্চল আর উৎসব মুখোর।
কারো কারো জন্য হয়ত এটাই ছিল প্রথম পূর্ণাঙ্গ ইফতার। সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সুন্দর সময় কাটানোর সুযোগ পেয়ে ৭১'র চেতনার সদস্যদের মধ্যকার আনন্দ ও স্পৃহা সকলকে অভিভূত করে। ভালো কাজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে সংগঠনের সাফল্য প্রত্যাশায় বদ্ধপরিকর এই সংগঠনের অংশ হতে পারায় খুশী ছিল উপস্থিত সকলে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com