বরিশালে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৪ years ago

স্বেচ্ছাসেবী সংগঠন আবিস্কার এর আয়োজনে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

আজ ৮ মে শনিবার দুপুর ১২ টার স্বেচ্ছাসেবী সংগঠন আবিস্কার এর আয়োজনে কিশোর মজলিস সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোভিট-১৯ সহায়তা কর্মসূচি ২০২১ এর উদ্যোগে ৩০০ শতাধিক সুবিধা বঞ্চিত দুঃস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) প্রদানের অংশ হিসবে আজ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আব্দুল কাদের, জেলা প্রশাসক বরিশালের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরিশাল সদর মোঃ আব্দুর রহমান সন্যামত, এডাব বরিশাল এর সভাপতি কাজী জাহাঙ্গীর কবির, আবিষ্কার এর চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক সোহেল, আবিস্কারের জেনারেল সেক্রেটারি এ এসে এম মঈন উদ্দিন খান আইউব, মোঃ মাকসুদুর রহমান প্রমূখ সংগঠনের নেতৃবৃন্দ। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী পোলার চাল, তেল, চিনি, লবণ, গুঁড়ো দুধ, এক ডর্জন ডিম, সেমাই, নুডুলস, পিয়াজ, আলু তুলে দেন।