বরিশালে সুবিধাবঞ্চিতদের পাশে স্বপ্ন পূরন বিদ্যানিকেতন

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল :  শহুরের বস্তি এলাকার সুবিধাবঞ্চিত শিশু ও বয়ষ্ক মায়েদের বিনামূল্যে পাঠদান করাচ্ছে স্বপ্ন পূরন বিদ্যানিকেতন।

বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বিএম কলেজসহ বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পাঠদান কার্যক্রম পরিচালনা করছে।

২০১৮ সালের ২৬শে মার্চ শুরু হওয়া এই বিদ্যানিকেতনে ইতিমধ্যে ১৭০ জন শিশু এবং ৭০ জন বয়ষ্ক মায়েরা বিনামূল্যে শিক্ষা গ্রহন করেছে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর ) বরিশাল স্টেডিয়াম কলোনির মাদ্রাসা মাঠ সংলগ্ন স্কুলটিতে ঘুরে দেখা গেছে আশে পাশে বস্তিগুলোর গুলোর ছোট ছোট বাচ্চারা এখানে পড়তে এসেছে। আর ঐ স্বপ্ন পূরন বিদ্যানিকেতনের শিক্ষকরা তাদেরকে পড়াচ্ছে।

একই জায়গায় একপাশে ছোট ছোট শিক্ষার্থীরা পড়ছে, অন্যপাশেই তাদের মায়েদের নিরক্ষরতা দূরীকরণে হাতে কলমে শিক্ষা দেয়া হচ্ছে।

বিদ্যানিকেতনে পড়তে আসা বয়স্ক ফিরোজা বেগম (৪০) জানান, এইহানে ভর্তি হওয়ার আগে স্বাক্ষর করতে পারতাম না। আর এখন পারতেছি।  আমার ছোড পোলায়ও  এইখানে পড়তাছে।

ছোট্ট শিশু লাবুনি (৫) জানায় , আমি অ, আ, ই, ঈ লিখতে পারি। স্যারেরা আমাগো শিখাইতাছে।

স্বপ্ন পূরন বিদ্যানিকেতনের  প্রতিষ্ঠাতা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাকেটিং বিভাগের শিক্ষার্থী প্রসেনজিৎ সাহা জানান, স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই এই স্লোগানে আমরা বন্ধুরা মিলেই এই বিনামূল্যে পাঠদান কার্যক্রমটি পরিচালনা করছি।  আর এখানে  শিক্ষকদের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। আর সবাই বিনামূল্যে এই কাজে অংশ নিয়েছে।

তিনি জানান, সব থেকে ভালো লাগার বিষয় হলো, এখানে শিশুদের জোর করে নিয়ে আসতে হয়না। তারা প্রতিদিন যথারীতি সময়ে চলে আসে।  তাদের পড়াশুনায় উৎসাহ যোগাতে মাঝে মাঝে আমরা উপহারও দিয়ে থাকি।

আর বয়স্ক যে মায়েরা শিক্ষা গ্রহন করছে। আগে তাদের সন্তানেরা বাড়িতে যাবার পরে,  পড়া বুঝিয়ে দেবার মত কেউ ছিলোনা। কিন্তু  এখন এই মায়েরাই তাদের বাচ্চাদের পড়াতে পারছে।
উল্লেখ্য, সপ্তাহে শুক্র ও শনিবার সুবিধাবঞ্চিত শিশুদের ও বয়ষ্ক মহিলাদের বিনামূল্যে পাঠদান করায় স্বপ্ন পূরন বিদ্যানিকেতন।