বরিশালে সীমানা নিয়ে বিরোধ পুলিশের গুলিতে আহত ২০

:
: ২ years ago

শামীম আহমেদ \ বরিশালে মেহেন্দিগঞ্জের শ্রীপুরের মহিষমারী চর এবং ভোলার চটকীমারী চরের মধ্যে সীমানাবিরোধ নিয়ে পুলিশের গুলিতে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ৪ নারীসহ ১১ জনকে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

 

শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, তাদের মধ্যে নদীভাঙ্গনের শিকার ৩’শ পরিবার মহিষমারী চরে বসতি স্থাপন করে থাকছে দশকের পর দশক ধরে। সেখানে সীমান্তবর্তী ভোলা জেলার চটকীমারী চরের লোকজন এই এলাকা তাদের দাবী করে প্রায় বছরই হামলা করে আসছে।

 

যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের এলাকার লোকজনের বসত বাড়িতে হামলা করে। এসময় তারা বাঁধা দিতে গেলে পুলিশ শর্টগানের গুলি ছুঁড়ে। এতে ২০ জনের মত আহত হয়। গুরুতর আহতদের মধ্যে ১১ জনকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়।