বরিশাল সদর উপজেলার ইউএনও’র বাসভবনে হামলার জের ধরে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ কয়েকশ’ নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল জেলা ও মহানগর মহিলা আওয়ামীগ। বেলা ৩টায় নগরীর সোহেল চত্বরস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। এছাড়া ইউএন ‘র বাসায় হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন বক্তারা।
এ সময় বরিশাল জেলা ও মহানগর মহিলা আ.লীগের নেতৃবৃন্দসহ, বরিশাল সিটির মহিলা কাউন্সিলরগণ, নগরীর ৩০টি ওয়ার্ডের মহিলা আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ চলাকালে “সাদিক ভাই, ভয় নাই, সাদিক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মিথ্যা মামলা প্রত্যাহার করো” এ ধরণের নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।
এদিকে আজ শুক্রবার সকাল থেকে ১০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করার কথা থাকলেও বরিশালের পরিস্থিতি শান্ত থাকায় এ মূহুর্তে বিজিবি নামানোর কোন প্রয়োজন নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। তবে প্রয়োজন হলে তার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে বলেও জানান বিভাগীয় কমিশনার।