বরিশালে সিগারেট বাকিতে না দেয়ায় শিশুর উপর অমানবিক নির্যাতন

:
: ৫ years ago

সিগারেট বাকিতে না দেয়ার অপরাধে চতুর্থ শ্রেণীর ছাত্র জুবায়ের হোসেন এর গায়ে গরম চায়ের লিকার ঢেলে ঝলসে দিয়েছে রিফাত নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ প্রতিবেদককে জুবায়েরের মা জেসমিন জানান, পটুয়াখালী কলাপাড়ার বাসিন্দা ও চতুর্থ শ্রেণীর স্কুলছাত্র জুবায়ের মাকে নিয়ে বেড়াতে এসেছিল তার মামা বরিশাল জিলা স্কুল গেটের চা দোকানী আলমগীরের বাসায়। গত ১৮ তারিখ শুক্রবার সন্ধ্যা সাতটায় জুবায়েরের মামার দোকানে আসলে মামা আলমগীর জুবায়েরকে দোকানে রেখে পানি আনতে যায়। এসময় জিলা স্কুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, ইতিপূর্বে ইয়াবাসহ ধরা পরে জেলখাটা স্থানীয় রিফাত হোসেন জুবাযয়ের এর কাছে বাকিতে সিগারেট চাইলে জুবায়েরে মামার কথা মতো সিগারেট দিতে অস্বীকার করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রিফাত দোকানে থাকা কেটলির গরম লিকার জুবায়েরের গায়ে ঢেলে দেয় এবং দোকানের মালামাল ভাংচুর করে স্থান ত্যাগ করে।  স্থানীয়রা জুবায়রের চিৎকার শুনে ছুটে এসে তাকে শেবাচিমে ভর্তি করে।

এ ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয়রা। বর্তমান সরকার যেখানে শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে সেখানে কি করে একজন মাদক ব্যবসায়ী এ ধরনের ঘৃণিত কাজ করার সাহস পায় সেই প্রশ্ন এখন সকলের মুখে মুখে।