 
     সোমবার (০৪ এপ্রিল) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন বরিশাল জেলা সিএনজি চালক-শ্রমিক ইউনিয়নের নেতারা। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জেলা সিএনজি চালক-শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী বলেন, রেজিস্ট্রেশন দিয়ে সড়কে চলতে না দেওয়া এক ধরনের জুলুম। যদি হাইওয়েতে চলতে দেওয়া না হয় তাহলে থ্রি-হুইলার চলাচলের জন্য আলাদা সড়ক নির্মাণ করা হোক। এতে করে খেটে খাওয়া এই মানুষগুলো অন্তত বাঁচবে।
সোমবার (০৪ এপ্রিল) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন বরিশাল জেলা সিএনজি চালক-শ্রমিক ইউনিয়নের নেতারা। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জেলা সিএনজি চালক-শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী বলেন, রেজিস্ট্রেশন দিয়ে সড়কে চলতে না দেওয়া এক ধরনের জুলুম। যদি হাইওয়েতে চলতে দেওয়া না হয় তাহলে থ্রি-হুইলার চলাচলের জন্য আলাদা সড়ক নির্মাণ করা হোক। এতে করে খেটে খাওয়া এই মানুষগুলো অন্তত বাঁচবে।
এ সময় তিনি সব সিএনজিচালিত থ্রি-হুইলার চালকদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর পরামর্শ দেন। এছাড়া নিয়ন্ত্রণহীন গাড়ি চালনা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে বরিশাল জেলা সিএনজি চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহানসহ আরও অনেকে। পরে শ্রমিক নেতারা মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com