বরিশালে সার্ভিস রোড নির্মাণের দাবিতে সিএনজি চালকদের মানববন্ধন

লেখক:
প্রকাশ: ২ years ago

সোমবার (০৪ এপ্রিল) দুপু‌রে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন বরিশাল জেলা সিএনজি চালক-শ্রমিক ইউনিয়নের নেতারা। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জেলা সিএনজি চালক-শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী ব‌লেন, রেজিস্ট্রেশন দি‌য়ে সড়কে চল‌তে না দেওয়া এক ধরনের জুলুম। য‌দি হাইও‌য়ে‌তে চল‌তে দেওয়া না হয় তাহ‌লে থ্রি-হুইলার চলাচ‌লের জন‌্য আলাদা সড়ক নির্মাণ করা হোক। এতে ক‌রে খে‌টে খাওয়া এই মানুষগুলো অন্তত বাঁচবে।

 

এ সময় তিনি সব সিএন‌জিচা‌লিত থ্রি-হুইলার চালক‌দের ড্রাইভিং লাইসেন্স নি‌য়ে গা‌ড়ি চালা‌নোর পরামর্শ দেন। এছাড়া নিয়ন্ত্রণহীন গা‌ড়ি চালনা থে‌কে বিরত থাকার আহ্বান জানান তি‌নি।

মানববন্ধনে বরিশাল জেলা সিএনজি চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে বক্তব্য রা‌খেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহানসহ আরও অনেকে। পরে শ্রমিক নেতারা মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।