বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া সোনালী ব্যাংকের ম্যানেজার জুয়েল সরকার সন্ত্রাসী কায়দায় সাবেক সেনা সদস্য আব্দুস ছালাম খলিফার পা ভেঙে গুড়িয়ে দিয়েছে।
২১ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টার সময় ব্যাংকের মধ্যে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটনায় সে। আহত সাবেক সেনা সদস্য আব্দুস ছালাম খলিফা এ রিপোর্ট রেখা পর্যন্ত (রাত ১২টা) লেবুখালী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এঘটনায় গৌরনদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন আহতের ভাই শাহিন খলিফা।
সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল ২০২২ মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে গৗরনদী উপজেলার নলচিড়া বাজারে আব্দুস ছালাম খলিফার মালিকাধীন জননী ইলেকট্রনিকস নামের ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। আগুনে পুড়ে ছাই হওয়া জননী ইলেকট্রনিকস এর নামে পূর্বেই গৌরনদী উপজেলার নলচিড়া সোনালী ব্যাংকে ইন্সুরেন্স করেছিলেন ছালাম খলিফা। যার প্রয়োজনীয় কাগজপত্র আনতে আজ সকাল সাড়ে ১০টার দিকে নলচিড়া সোনালী ব্যাংকে যায় সে।
এসময় গৌরনদীর স্থানীয় বাসিন্দা ব্যাংকের ম্যানেজার জুয়েল সরকার আব্দুস ছালাম খলিফাকে ১৭ এপ্রিল ইন্সুরেন্স ইস্যুকরা কাগজপত্র দেখিয়ে তাতে স্বাক্ষর করতে বলেন।
এসময় দোকান পুড়ে যাওয়া মালিক সাবেক সেনা সদস্য আব্দুস ছালাম ম্যানেজারকে বলেন স্যার আমার দোকান তো পুড়ে ছাই হয়ে গেছে গত ১৩ এপ্রিল রাতে।
আমাকে যদি ১৭ এপ্রিলের ইস্যু করা ইন্সুরেন্স এর কাগজপত্র দেন তাহলে আমি কিভাবে ক্ষতিপূরন পাব। আমাকে পূর্বের ইন্সুরেন্সের কাগজপত্র দেন।
আমাকে আপনি না জানিয়ে এভাবে আগুন লাগার পরের তারিখ দিয়ে কাগজপত্র দিলে আমি সেটা নিব না। আমাকে অগ্নিকান্ডের আগের তারিখের ইন্সুরেন্স এর কাগজপত্র দেন। এসময় ব্যাংকের ম্যানেজার জুয়েল সরকার বলেন, তাতে সমস্যা নেই আপনার।
আমি আগুনের তারিখ পরে দেখিয়ে সব কাগজপত্র দিব। এসময় তিনি ম্যানেজারকে জানান আমি কোন জালিয়াতি করব না।
সঠিক সময়ের কাগজপত্র দেন প্লিজ। ম্যানেজার ছালামের কথায় কর্নপাত না করলে বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুস ছালাম খলিফার বাম পায়ে উল্টো দিকে লাঠি মেরে পা ভেঙে দেয়।
এসময় ছালাম নিচে পড়ে গেলে ব্যাংক ম্যানেজার সন্ত্রাসী কায়দায় নির্মম নির্দয়ভাবে লাথি মেরে মেরে তার পা গুড়িয়ে দেয়।
এসময় তার সাথে অংশনেন ব্যাংকের ২ আনছার সদস্যও। এবিষয় নলচিড়া সোনালী ব্যাংকের ম্যানেজার জুয়েল সরকার জানান, আব্দুস ছালাম খলিফা ব্যাংকের লোন ডকুমেন্ট ফাইলের কাগজপত্র নিয়ে দৌড়ে পালাচ্ছিল, তাই তাকে আনছার সদস্যরা ধাওয়া করে ধরেছে।
তারা হয়তো একটু মারধর করতে পারে। আমি কিছু করে নি। পা ভাঙার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা তো মেডিকেল রিপোর্টেই জানাযাবে তার পা কিভাবে ভেঙ্গেছে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল ২০২২ মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে গৗরনদী উপজেলার নলচিড়া বাজারে আব্দুস ছালাম খলিফার মালিকাধীন জননী ইলেকট্রনিকস নামের ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানালের আগুনের বিষয়টি রহস্যজনক। জানা গেছে, গত ১৩ এপ্রিল ২০২২ গভীর রাতে জননী ইলেকট্রনিকস নামের দোকানে অগ্নিসংযোগ ঘটলে মুহুর্তের মধ্যে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা ৩০-৩৫ ফুট উচ্চতায় উঠে চারিদিকে ছড়িয়ে পড়ে।
এ সময় রাতের টহল পুলিশের একটি দল ওই বাজারে অবস্থান করছিল। তারা তাৎক্ষনিক গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজে নেমে পড়ে। তারা প্রায় এক ঘন্টা প্রচেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ততক্ষনে ব্যবসায়ী আব্দুস ছালাম খলিফার জননী ইলেকট্রনিকস এর দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ২৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে জানিয়েছেন ব্যবসায়ী আব্দুস ছালাম খলিফা।
এসময় পাশ্ববর্তি মোঃ শান্ত’র লেপ তোষকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন ভয়াবহ এ অগ্নিকান্ডে ওই বাজারের আরো দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবিষয়ে জানতে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসনকে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভি করেন নি।