বরিশালে সাবেক সচিবকে মারধর করায় সরকারি কর্মচারী কারাগারে

:
: ১ বছর আগে

শামীম আহমেদ ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মোঃ মাহতাব হোসেনকে পিটিয়ে গুরুত্বর আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় আগৈলঝাড়া উপজেলা ভূমি অফিসের সাময়িক বরখাস্তকৃত পিয়ন মোঃ রাসেল রাঢ়ীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। রাসেল রাঢ়ী গৌরনদী উপজেলার বেজহার গ্রামের মৃত আনোয়ার রাঢ়ীর ছেলে ও মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সভাপতি।

আজ বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মামলার বাদী সাবেক ইউপি সচিব মাহতাব হোসেন জানান, এলাকায় প্রভাব বিস্তারের জন্য গত বছরের ৮ জুলাই (শুক্রবার) বিকেলে হাপানিয়া এলাকায় বসে আমাকে পিটিয়ে গুরুত্বর আহত করে রাসেল ও তার সহযোগীরা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় অন্তবর্তীকালীণ জামিনে ছিলো রাসেল।

বুধবার শেষ কার্যদিবসে বরিশাল আদালতে গিয়ে স্থায়ি জামিনের জন্য আবেদন করলে আদালতের বিচারক আসামী রাসেলের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য, এরপূর্বেও স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় দায়েরকৃত মামলায় কারাগারে গিয়ে সরকারি চাকুরী থেকে সাময়িক বরখাস্ত হয়েছে রাসেল রাঢ়ী।