বরিশালে সাবেক মেয়র কামালসহ মরহুম বিএনপির নেতাদের জন্য দোয়া

লেখক:
প্রকাশ: ২ years ago

শামীম আহমেদ ॥ বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিসিসি মেয়র আহসান হাবীব কামাল, সাবেক সভাপতি ও আহবায়ক মাহমুদ গোলাম সালেক,মহানগর সাবেক সাধারন সম্পাদক এ্যাড, কামরুল আহসান শাহিন, সাবেক দপ্তর সম্পাদক শাহেদ আকন সম্রাট সহ সকল নেতৃবৃন্দ্রের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

আজ সোমবার (২৮) নভেম্বর আছরবাদ সদররোডস্থ বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের অনুষ্ঠান সঞ্চলনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে নিহত মহানগর নেতাদের প্রতি স্মৃতিচারন করে আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন,আজ আমরা যাদের স্মরনে ও তাদের রুহের মাগফেরাত কামনা করছি তারা অনেকেই বরিশাল মহানগর বিএনপির রাজনীতিতে অনেক অবদান রেখে গেছে। আবার অনেকেই এই অবৈধ সরকারের বিরেুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে।

 

তিনি আরো বলেন, আমাদের এবার সরকার বিরোধী এক দফার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে আমরা রাজপথে যেকোন বিনিময়ে আন্দোলন চালিয়ে যাব।

 

একই সাথে আগামী ৩০ই নভেম্বর বরিশাল মহানগর বিএনপি সকালে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে দলীয় কার্যলয়ের সম্মুখে বিক্ষোভ সমাবেশ করবে এখানে প্রতিটি ওয়ার্ড নেতৃবৃন্দদেরকে উপস্থিত থাকার আহবান জানান।

 

 

স্মৃর্তিচারন করে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, মহানগর যুবদলের সাবেক আহবায়ক খন্দকার আবুল হোসেন লিমন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ,মহানগর আহবায়ক কমিটির সদস্য জুলহাস উদ্দিন মাসুদ,এ্যাড, হুমাউন কবীর মাসুদ,এ্যাড, আজাদ হোসাইন,সাইফুল আনাম বিপু,বদিউজ্জামান টলন,খসরুল আলম তপন,আমিনুল ইসলাম, এ্যাড,সরোয়ার হোসেন,আরিফুর রহমান বাবু,মহানগর শ্রমিকদল আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান সহ সহ মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ এবং নগরীর বিভিন্ন ওয়ার্ড আহবায়ক ও সদস্য সচিব সহ অঙ্গ সংগঠনের সদস্যরা বৃন্দ।

 

পরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা সহ নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ নাঈম হোসেন।