বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে সংবাদ সংগ্রহকালে সাত সাংবাদিকের ওপর চিকিৎসকদের হামলার বিচার চেয়ে মানববন্ধন করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)। এ সময় ১০ দিনের আল্টিমেটাম দেন নেতৃবৃন্দ।
বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি স্বপন খন্দকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাংবাদিক অপূর্ব অপু, কামরুল আহসান প্রমুখ।
বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারী ডা. প্রবীর কুমার সাহা ও ডা. সৈয়দ বাকি বিল্লাহকে বিচারের আওতায় এনে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচির ডাক দিবে সাংবাদিক ইউনিয়ন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে সংবাদ সংগ্রহকালে সাতজন সাংবাদিকের ওপর হামলা চালায় চিকিৎসকরা। মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে র্যাগিংয়ের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে বাঁচাতেই এই হামলা বলে অভিযোগ সাংবাদিকদের।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com