বরিশালে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরিশালে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেড সোমবার (২৪ জানুয়ারি) বরিশাল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে।

এতে বরিশাল বিভাগের বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালি ও বরগুনা জেলার ১০০ জন সাংবাদিক অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের উপপরিচালক ডা. জাহাঙ্গীর আলম সিপন। প্রশিক্ষণের উদ্বোধন করেন বরিশাল রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের চিফ কো-অর্ডিনেটর নাসির পাঠান। প্রশিক্ষণ পর্বে সাংবাদিকতা ও সংবাদ বিষয়ের উপর প্রশিক্ষণ দেন জ্যেষ্ঠ সাংবাদিক রনজক রিজভী। প্রশিক্ষণ কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস।

অংশগ্রহণকারী সাংবাদিকদের সার্টিফিকেট প্রদানের পাশাপাশি টি-শার্ট, ক্যাপ, মাস্কসহ অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।