বরিশাল ও খুলনায় যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্বে শহীদ বীরশ্রেষ্ট রুহুল আমিন ও শহীদ বীর বিক্রম মহিবুল্লাহর মাজার জিয়ারত ও পুস্পস্তবক অপর্ণ করা সহ বরিশাল ও খুলনায় জনসাধারনের পরিদর্শনের জন্য উন্মুক্ত ভাবে ব্যবস্থা করেন বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার বিকালে বরিশাল বিআইডব্লিউটি’এ ঘাটে ‘বাংলাদেশ নৌ বাহিনী যুদ্ধ জাহাজ কর্নফুলী’ জাহাজে বিভিন্ন অংশ ঘুড়ে দেখা ও জাহাজ সম্পর্কে পরিদর্শনে আসা জনসাধারনকে অবহিত করেন নৌ বাহিনীর সদস্যরা।
নৌ বাহিনীর দেয়া তথ্য সূত্রে জানা যায় স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বহিনীর হাতে বাংলাদেশ নৌ বাহিনীর শহীদ হওয়া সদস্যদের স্বরনে ও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ বুধবার সকালে কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল এম আশরাফুল হক খুলনাস্থ রুপসা ফেরিঘাট সন্নিকটে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর শ্রেষ্ট রুহুল আমিন ও শহীদ বীরবিক্রম মহিবুল্লাহ মাজার জিয়ারত করা সহ পুস্পস্তাবক অপর্ণ করা হয়।
এসময় খুলনা অঞ্চলের সেনা ও নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশাল বিআইডব্লিউটি’এ ঘাটে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ব জাহাজ কর্নফুলী।
অপরদিকে খুলনার রকেট ঘাটে নৌবাহিনীর পদ্মা’ মোংলাস্থ দিগরাজ ঘাটে গোমতি যুদ্ব জাহাজ দুপুর থেকে সন্ধা পর্যন্ত জনসাধারনের জন্য উন্মুক্ত করা হয়।
অপরদিকে বিকালে খুলনাস্থ খালিশপুরে বাংলাদেশ নৌবাহিনীর তিতুমির ঘাটিতে বরিশাল ও খুলনা বিভাগের মুক্তিযুদ্ধা ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারবর্গদেরকে সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেন।
এউপলক্ষে স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সকল বীর শহীদ মুক্তিযোদ্বাদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি এবং সমৃদ্বি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com