২২ দিনের নিষেধাজ্ঞার শেষে আবারো সরগরম হয়ে উঠেছে বরিশাল নগরীর পোর্ট রোডের ইলিশ মোকাম। আজ ভোর থেকেই নদী ও সাগর থেকে ইলিশের বোট আসা শুরু করেছে। নিষেধাজ্ঞা শেষে ঘাটে মাছ আসতে শুরু হওয়ায় খুশি আড়তদাররা।
ইলিশ মোকামে বড় সাইজের ইলিশের সাথে সাথে ছোট ছোট সাইজের ইলিশ এসেছে। ডিম ছাড়ার পর ইলিশ পাতলা হয়ে লম্বা আকৃতির হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ বড় সাইজের ইলিশ এখনো ডিম না ছাড়ায় ইলিশ কম মিলছে। এ জন্য পরবর্তীতে মা ইলিশের অবস্থান বুঝে নিষেধাজ্ঞা দেয়া হলে ইলিশের উৎপাদন আরো বাড়বে। একই সাথে কঠোরভাবে জাটকা সংরক্ষনের দাবি জানান তারা।
ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলে রপ্তানী উম্মুক্ত করে দিতে সরকারের নিকট আহ্বান জানান ব্যবসায়ীরা নেতারা। এদিকে ঘাটে কর্মচাঞ্চল্য ফিরে আসায় খুশি আড়তদাররা। যদিও চাহিদা অনুযায়ী আমদানি হয়নি বলে দাবি তাদের।
চাঁদপুরে ইলিশের দাম প্রতি কেজি ১০৫০ টাকা থেকে ১১০০ টাকা। ১ কেজি থেকে ১২শ গ্রামের ইলিশের দাম ১১৫০-১২৫০ টাকা এবং ৬শ গ্রাম থেকে ৯শ গ্রামের ইলিশের দাম ৭৫০ টাকা থেকে ৯০০ টাকার মধ্যে।