বরিশালে সরকারী ঘর দেয়ার নামে প্রতারণা প্রতারক আটক

:
: ৩ years ago

বরিশাল সদর উপজেলার বন্দর থানা এলাকার অন্তগত টুংগীবাড়িয়া ইউনিয়নের ডেউয়া তলা বাজার সংলগ্ন চাষি পতাং আদর্শ গ্রামের অসহায় মানুষদের ঘর দেয়ার নাম করে এক প্রতারক প্রতারণা করেছে।

সেই প্রতারককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত ৩০ আগস্ট দুপুরে ডেউয়া তলা বাজার এলাকা থেকে ওই প্রতারককে আটক করে স্থানীয় জনতা ও ইউপি সদস্য। জানা গেছে, সরকার খাদ্য ও দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রনালয়ের আওয়াতায় মুজিববর্ষ উপলক্ষে দেশের দরিদ্র জনগোষ্ঠিকে ২ শতাংশ জমিসহ ঘর দেয় সরকার।

সেই ঘর দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই প্রতারক নিজেকে ডিসি অফিসের স্টাফ পরিচয় দিয়ে সরকারী মনােগ্রামযুক্ত ফরম দিয়ে ৩ শত টাকা করে উত্তোলন করে আসছিলো। এই সংবাদ স্থানীয় ইউপি সদস্য এবং স্থানীয় প্রশাসন জানলে তাকে আটক করে জনতা।

এর পরে তার কাছ থেকে সরকারী ফরম ও বিভিন্ন মোবাইল নাম্বার উদ্ধার করে বন্দরথানা পুলিশ। বন্দর থানার চৌকোস উপ-পুলিশ পরিদর্শক(এসআই) সামসুল ইসলাম ও সজল সাহা আটক করে থানায় নিয়ে আসে।

থানা সূত্রে জানা গেছে, এঘটনায় হানিফ হাওলাদার নামের এক যুবককে আটক করা হয়েছে। আটকের পরে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছে। আটককৃক হানিফ হাওলাদার সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৩ নংওয়ার্ডের মৃত আমির হাওলাদারের পুত্র।

এঘটনায় টুংগীবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুর হোসেন মামুন বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

এবিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।