বরিশালে সরকারী খালের অবৈধ স্থাপণা উচ্ছেদ

লেখক:
প্রকাশ: ৪ years ago

শামীম আহমেদ ॥ “সরকারী খালে অবৈধ স্থাপনা” শিরোনামে ৮ ফেব্রুয়ারি জাতীয় দৈনিকে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর টনগ নড়েছে উপজেলা প্রশাসনের। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে খালের মধ্যে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকার। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, খাল দখল করে পাকা স্থাপনা নির্মান করার সংবাদ পেয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স। এসময় গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক, সার্ভেয়ার মোঃ শাহজাদা মিয়া, ভূমি সহকারী কর্মকর্তা মিশেল আল সাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বার্থী বাজারের পূর্ব পার্শ্বে সরকারী কোটি টাকার সম্পত্তি দখল করে খালের মধ্যে ১৫টি পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেছিলেন স্থানীয় প্রভাবশালী আজিম উদ্দিন মোল্লা ও তার সহদর মোফাজ্জেল হোসেন মোল্লা।