বরিশালে সরকারী ও নাগরিক সমাজের জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ২৮ অক্টোবর সোমবার সকাল ১১ টায়। কাউন্টার পার্ট ইন্টারন্যাশনাল এর আয়োজনে, জেলা প্রশাসন বরিশালের সার্বিক সহযোগিতা, অ্যাসোসিয়েশন অফ স্বেচ্ছাসেবিক অ্যাকশনস ফর সোসাইটি (আভাস) বরিশালের বাস্তবায়নে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে। অ্যাডভোকেসি এবং অধিকার (পিএআর) প্রকল্প প্রচারে সরকারী-নাগরিক সমাজের জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস) বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌহিদুজ্জামান পাভেল। মুখ্য আলোচক অতিরিক্ত সচিব (আরডিটি) ও ফ্যাসিলিটেটর, ডঃ মোহাম্মদ আবদুল ওয়াজেদ। বিশেষ অতিথি ছিলেন ইউএসএআইডির প্রতিনিধি, সেলাভেছা রেডোসোভিস, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল, মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, তিরিক্ত পুলিশ সুপার বরিশাল, মোঃ নাইমুল হক, বীর প্রতীক মহিউদ্দিন মানিক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিজন এস এম ইকবাল, আইসিডিএ এর প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদ, জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, অাভাসের নির্বাহী পরিচালক, রহিমা সুলতানা কার্যালয়সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিরা সরকারী-নাগরিক সমাজের জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস) বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।