প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০১৯, ১:০৫ পূর্বাহ্ণ
বরিশালে সরকারি শিশু পরিবার সমূহে শিশু নিবাসীদের মাঝে ক্রিয়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক
![](https://bangla.earthtimes24.com/wp-content/uploads/2019/08/68481101_2812103762137806_5132534662303842304_n-e1565377639233.jpg)
আজ ৮ আগস্ট শুক্রবার সকাল ১০ টায়। জেলা ক্রীড়া সংস্থা ও সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে। শিশু পরিবার বালিকা (উত্তর), শিশু পরিবার বালিকা (দক্ষিণ), শিশু পরিবার বালকে, সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মাঝে সব ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল, আল মামুন তালুকদার। বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার বরিশাল, কৃষিবিদ মোঃ তৌহিদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিজ্ঞানী ড. কিবরিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ মাহফুজুর রহমান, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও শিশুরা উপস্থিত ছিলেন। শিশু পরিবারের শিশুদের মেধা বিকাশের লক্ষে ক্রিকেট সেট, ফুটবল, ক্রাম বোর্ড, দাবা, লুডু, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অতিথিরা। পরে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা শিশু পরিবার বালিকা (দক্ষিণ) এর কম্পাউন্ডে ফলজ বৃক্ষ রোপন করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com