বরিশালে সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৪৭ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ।

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ৯ অক্টোবর দুপুর সাড়ে বারোটায় বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে, জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বরিশাল জেলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি স্বেচছাসেবী সংগঠনসমূহের মাঝে প্রদত্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল, আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল, মোঃ আব্দুল লতিফ মজুমদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজ, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এম জি কবির ভুলুসহচেক গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরে বরিশাল জেলায় মোট ৯০ টি সরকারি-বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৪৭ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। ৮৭ টি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৮ লক্ষ ৭০ হাজার টাকা এবং ১৩ টি সরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৩৮ লক্ষ ৩০ হাজার।টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।