করোনা কালিন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অবৈধ ভাবে চলছে কোচিং বাণিজ্য। বরিশালে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং বানিজ্য পরিচালনা করার অপরাধে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় আজ ১০ ফেব্রুয়ারি বুধবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল রুমানা আফরোজ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বগুড়া রোড এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় কয়েকটি কোচিং সেন্টার তাৎক্ষনিকভাবে বন্ধ করে দেওয়া হয়, পাশাপাশি ইউসিসি এবং রাইট কোচিং কে সতর্কতামুলক ৫০০০ ও ৭০০০ টাকা মোট ১২ হাজার টাকা টাকা অর্থ দন্ড প্রদান করা হয় এবং মুচলেকা নেয়া হয়। অভিযানে আইন শৃংখলা রক্ষায় সহযোগিতা করেন পুলিশের একটি টিম।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com