বরিশালে সরকারি নির্দেশ অমান্যঃ ০২ কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৩ years ago

মোঃ শাহাজাদা হিরা:: করোনা কালিন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অবৈধ ভাবে চলছে কোচিং বাণিজ্য। বরিশালে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং বানিজ্য পরিচালনা করার অপরাধে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় আজ ৮ ফেব্রুয়ারি সোমবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল রুমানা আফরোজ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন লস্কর লেন এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় কয়েকটি কোচিং সেন্টার তাৎক্ষনিকভাবে বন্ধ করে দেওয়া হয়, পাশাপাশি এবিসি কোচিং এবং সাইন্স একাডেমি কোচিং সেন্টারকে সতর্কতা মুলক ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। অভিযানে আইন শৃংখলা রক্ষায় সহযোগিতা করেন পুলিশের একটি টিম।