বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের সমন্বয়ে ২৭তম বিভাগীয় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ৯ মার্চ সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে বঙ্গবন্ধু উদ্যান বরিশালে সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে বিভাগীয় পর্যায়ে ২৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক (সচিব) বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ঢাকা সত্যব্রত সাহা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল জাকারিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক পটুয়াখালী, মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক ঝালকাঠি, মোঃ জোহর আলী, জেলা প্রশাসক বরগুনা কবির মাহমুদ, জেলা প্রশাসক ভোলা মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, জেলা প্রশাসক পিরোজপুর আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, উপ-পরিচালক, কর্মচারী কল্যাণ বোর্ড বরিশাল মোঃ সোহরাব হোসেন, উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ এবং বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারী এবং ছয় জেলা থেকে আসা অংশগ্রহণকারীরা সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানরা উপস্থিত ছিলেন।

ছুটতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দরা পরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বেলুন ফেস্টুন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অতিথিরা সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ ডিসপ্লে ও ক্রীড়াবিদদের প্যারেড অনুষ্ঠিত হয়।

পরে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন বিষয়ের উপরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল জাকারিয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সকল খেলার সমন্বয়ে বরিশাল জেলা প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।