বরিশালে সমাজসেবার আয়োজনে ৪৭ জন হিজড়াদের মাঝে হিজড়া ভাতা বিতরণ করেন জেলা প্রশাসক

লেখক:
প্রকাশ: ৪ years ago

আজ ২৯ এপ্রিল বুধবার সকাল ১১ টার দিকে জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে কালিবাড়ী রোডে জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গনে ৪৭ জন হিজড়াদের মাঝে ২ লক্ষ ৫৩ হাজার ৮০০ টাকা হিজড়া ভাতা বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল মোঃ আল মামুন তালুকদার। প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সমাজ সেবা অফিসার শহর সমাজসেবা কার্যালয় বরিশাল জাবির আহমেদসহ কর্মকর্তারা।

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে। কিছুদিন পূর্বে জেলা প্রশাসন এর পক্ষ থেকে ৫০ জন কর্মহীন খেটে-খাওয়া হিজড়াদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।