বরিশাল বিভাগে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন শিশু পরিবার সমূহের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্ধোধন করেছেন করেন সমাজকল্যান মন্ত্রী মো. রাশেদ খান মেনন এমপি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর দক্ষিন আলেকান্দা সরকারি শিশু পরিবার (বালক) মাঠে বেলুন-ফেস্টুন এবং পায়রা উড়িয়ে প্রতিযোগীতার উদ্ধোধন করা হয়।
বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের এমপি জেবুন্নেছা আফরোজ এবং বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান। এদিকে সমাজসেবা অধিদফতরাধীন বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন সমাজকল্যান মন্ত্রী রাশেদ খান মেনন।
দুপুরে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল ৩ আসনের সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান, বরিশাল ৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবির, বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানসমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোশারফ হোসেন উপস্থিত প্রমূখ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com