জেলার উজিরপুর উপজেলার ঢাকা -বরিশাল মহাসড়কের নতুন শিকারপুরের মুন্সিবাড়ির নামক স্থানে রাস্তা পারাপারের সময় ( ৫৫) বছরের এক প্রবাসীকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন ।
৩ ডিসেম্বর রবিবার সন্ধা ৬.০০ সমায় শিকারপুর ইউনিয়নের মুণ্ডপাশা গ্রামের মৃত করিম মুন্সির পুত্র মোঃ আলতাফ মুন্সী(৫৫) শিকারপুর হাট থেকে বাজার নিয়ে বাড়িতে আসার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের পুর্বপাশ হতে পশ্চিম পাশে যাওয়ার সময় ঢাকা গামী একটি যাত্রী বাহী বাস স্বজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। বাসটি দ্রুত পালিয়ে যায়। নিহত আলতাফ মুন্সির ভাতিজা মাসুম মুন্সী বিষয়টি নিশ্চিত করেন ।
এ ঘটনায় উজিরপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি কে এম ইসমাম ঘটনাস্থল পরিদর্শন করেন। উজিরপুর মডেল থানার এস আই ওসমান জানান, দুর্ঘটনার সময় স্থানীয় লোকজন মাগরিব এর নামাজ আদায় করতে ছিলেন বলে ঘাতক বাসটি চিহ্নিত করতে পারেনি।
উজিরপুর মডেল থানার অফিসার্ ইনচার্জ তদন্ত, মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘাতক বাসটি পরিচয় নিশ্চিত করে আটক করার প্রক্রিয়া চলছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com