শামীম আহমেদ ॥ নারী নির্যাতন, ধর্ষণ, সুদ, ঘুষ, মদ, হত্যা লুন্ঠনসহ ইসলাম বিরোধী সকল কার্যকলাপ বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশালের সর্বস্তরের উলামায়ে কেরা ও তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা।
হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ওবায়দুর রহমান, বরিশাল মহানগর ইমাম সমিতি সভাপতি কাজী আব্দুল মন্নান, সাধারন সম্পাদক মাওলানা সামসুল আলম, মাওলানা মির্যা নুরুর রহমান বেগ, হাফেজ মাওলানা রুহুল আমিন, মাওলানা আঃ রব,মাওলানা নুরুল আলম ও মাওলানা সফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তরা সরকারকে বলেন, শুধু আইন পাশ করলে চলবে এর যথাযথ বাস্তবায়ন সাধারন মানুষ দেখতে চায়। তারা আরো বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করা সহ বড় বড় অপরাধের উপযুক্ত বিচিার নিশ্চিত করার মাধ্যমে সমাজ থেকে অশ্লীলতা চিরতরে উচ্ছেদ করতে হবে।
কেই সময় তারা আরো দাবী করেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তা সহ সকল প্রকার অশ্লীল এ্যাপস বন্ধ করা দাবী জানান সমাবেশ থেকে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com