বরিশালে শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল সদরঃ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি…

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় বরিশালেও একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। রাত ১২টা বাজার আগেই চির অম্লান সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ কণ্ঠে ধারণ করে শত শত শিশু, নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ধীর পায়ে এগিয়ে চলেন শহীদ মিনার প্রাঙ্গণে।

রাত ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। প্রথমে ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির মন্ত্রী মর্যাদায় আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি। এসময় শহীদ মিনারে দাঁড়িয়ে নীরবতা পালন করেন আবুল হাসানাত আবদুল্লাহ। এসময় তার সাথে ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ও বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এরপর সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

পরে বরিশাল বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম- পিপিএম (বার) বিপিএম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- পিপিএম (বার), বরিশাল জেলা প্রশাসক, বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, সভাপতি আরিফিন তুষার ও সাধারণ সম্পাদক রিপন হাওলাদারের নেতৃত্বে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি, জেলা যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষক সমিতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরিশাল বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সহ বিভিন্ন সংস্থা এবং সংগঠন সহ সাধারণ জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের পাশাপাশি সকল সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনভর নানা কর্মসূচি পালন করেছে।