বরিশালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তণ দিবস পালিত

লেখক:
প্রকাশ: ২ years ago

শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এ.কে.এম. জাহাঙ্গীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, আনোয়ার হোসাইন, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী প্রমুখসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, দলীয় ইউপি চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মোনাজাত পূর্বক আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং দেশের উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এরপর দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।