বরিশালে শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেলে পুর্নবাসন কেন্দ্রের শিশুদের সাথে কেক কাটেন জেলা প্রশাসক

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র সন্তান শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসন বরিশাল নানা কর্মসূচি পালন। আজ ১৮ শুক্রবার রাত ৮ টায় জেলা প্রশাসক বরিশাল এর আয়োজনে, শেখ রাসেলে শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রে, শেখ রাসেলের ৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে দোয়া মাহফিল এর মধ্য দিয়ে তার জন্য দেয়া করা হয়। পরে এক আলোচনা সভায় অতিথিরা ছোট্টো রাসেল বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে শেখ রাসেলে শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের ২ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের সাথে নিয়ে শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে ৫৫ পাউন্ড কেক কাটেন জেলা প্রশাসকসহ অতিথিরা। আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল, আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল, মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, জেলা প্রশাসক বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দরা, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল, মোঃ সহিদুল ইসলাম, উপ প্রকল্প পরিচালক শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রে, বাসুদেব দেবনাথ, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজসহ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারি এবং শিশুরা উপস্থিত ছিলেন।